অতিথি

9

মোঃ ছিদ্দিকুর রহমান

শীত এলে আমার দেশে
পাখির মেলা বসে,
অগনিত পাখির হিসাব
হয়না অংক কষে।

সুখের খুজেঁ অচিন দেশে
মেলে দুটি আখিঁ,
সাত সুমদ্র পাড়ি জমিয়ে
আসে নানা পাখি।

বিলে ঝিলে নদীর তীরে
ডানা মেলে উড়ে,
পাখপাখালির কলতানে
প্রাণটা যায় জুড়ে।

শিকার করে কেউ করোনা
তাদের প্রাণ নাশ,
অতিথি হয়ে থাকুক তারা
করুক দেশে বাস।

দূর দেশ থেকে এসে তারা
চায় যে একটু প্রীতি,
আমরা সবাই রাখব মনে
তারা দেশের অতিথি।