নিলুফার জাহান
আমরা শিশু ,আমরা কিশোর
চাই যে একটু আদর
ঘুচবো কালো, থাকবো ভালো
পেলে প্রেমের চাদর।
বিশ্ব জুড়ি ফুলের কুঁড়ি
ফুল বাগানের কলি
যতন পেলে পাপড়ি মেলে
সম্মুখ পানে চলি।
পাখির গানে মধুর তানে
জেগে উঠি প্রাতে
বাবা মায়ের সাথে বেড়াই
জোৎস্না মাখা রাতে।
ধনী গরীব সব শিশুরা
করবো লেখা পড়া
পড়া শেষে খেলবো এসে
মুছবো সকল জ্বরা।
গরীব বলে অহংকার ছলে
রেখো নাকো ফেলে
স্নেহ দিলে ভাসবো নীলে
ইচ্ছে ডানা মেলে।