রিমান্ডকালে অসুস্থ হয়ে পড়া সেই এএসআই আশেককে হাসপাতালে ভর্তি

358

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান উদ্দিন আহমদকে হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা এএসআই আশেক-ই-এলাহি জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান।
তিনি জানান, শনিবার আশেক-ই-এলাহি জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন তার বুকে ব্যথা শুরু হয়। পরে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। একইসাথে তার উচ্চ রক্তচাপও ধরা পড়ে। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, এখনো তারা শারীরিক অবস্থা খারাপ। তার রক্তচাপ এখনো বেড়েই আছে।
রায়হান আহমদকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া এএসআই আশেক-ই-এলাহিকে গত ২৯ অক্টোবর দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জিয়াদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এরআগে ২৮ অক্টোবর রাতে পুলিশ লাইন্স থেকে আশেক-ই এলাহিকে গ্রেফতার করা হয়। তিনি বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।