গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক গুলিবৃদ্ধ

170
গোলাপগঞ্জে গুলিবিদ্ধ যুবক।

গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাজু আহমদ (২৫) নামে এক যুবক গুলিবৃদ্ধ হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০টায় গোলাপগঞ্জ পৌরসভাস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের মর্তুজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও গুলিবৃদ্ধ যুবকের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় মর্তুজা মার্কেটের ভেতরের মোটরসাইকেল ওয়ার্কসপে কাজ করতে যান, পৌরসভার রণকেলী উত্তর গ্রামের আজমল আলীর ছেলে গুলিবৃদ্ধ সাজু ও একই গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে সাদ্দাম। এসময় পৌর আ’লীগের সভাপতি রাবেল আহমদের অফিসের সামন থেকে ২ কিশোর টার্গেট লাইট সাজু ও সাদ্দামের উপর মারে। লাইট মারতে নিষেধ করলে ওই দুই কিশোরের মধ্যে একজন রাবেল গ্র“পের নয়নকে ফোন দেয়। খবর পেয়ে নয়নের নেতৃত্বে ১০/১২ জন যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং রাজু ও সাদ্দামকে ওই দুই কিশোরদের কাছে ক্ষমা চাইতে বলে। কিশোরদের কাছে ক্ষমা না চাওয়ায় উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এক পর্যায়ে নয়নের অনুসারিরা বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করলে সাজু গুলিবৃদ্ধ হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে সংঘর্ষে রাবেল গ্র“পের একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। বিশেষ করে গুলির শব্দে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
এ বিষয়ে গুলিবৃদ্ধ যুবকের পিতা আজমল আলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা মামলার প্রস্তুতি নিয়েছি। আর পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে বন্দুকধারিদের পুলিশ শনাক্ত করতে পারবে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন বন্দুকধারিদের পায়নি। বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। কেউ কোন অভিযোগ দেয়নি। (খবর সংবাদদাতার)