স্পোর্টস ডেস্ক :
চলতি আইপিএলের ‘লাস্ট বয়’ তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮। আইপিএলের ইতিহাসে প্রথমবার প্লে-অফের বাইরে চেন্নাই। এবার শুরু থেকেই ধারাবাহিক নয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে। দীর্ঘদিন পর বাইশ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও সাবেক ভারতীয় অধিনায়কের পারফরম্যান্স স্ক্যানারের নিচে। ব্যাট হাতে ধোনির সেই ক্যারিশমা উধাও। ক্যাপ্টেন কুলকেও এবার মাঝে মধ্যেই মাথা গরম করতে দেখা গিয়েছে। বয়স বাড়ছে তাই কি চাপ বাড়ছে?
২০২০ সালের আইপিএলে চেন্নাইয়ের বাজে পারফরম্যান্সের পর ইতিমধ্যেই অনেকেই আস্থা হারিয়েছে দলের ওপর। তবু সব ভুলে আগামী মৌসুমে দলের খোল-নলচে বদলে নতুন করে শুরু করার কথাও শোনা যাচ্ছে। দলের অধিকাংশ ক্রিকেটারের বয়স হয়েছে। চেন্নাই দলের ক্রিকেটারদের গড় বয়স অন্যান্য দলগুলির তুলনায় একটু বেশি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে আগামী আইপিএলে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে নানা জল্পনা চলছে।
এরই মধ্যে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বড়সড় ঘোষণা করলেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই! আমি নিশ্চিত যে ২০২১ সালেও সিএসকে-র নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তিনটি আইপিএল খেতাব জিতেছেন। এ বছর আমরা প্লে-অফের জন্যে কোয়ালিফাই করিনি। একটা খারাপ বছর গেল। আমাদের অনেক কিছুই বদল করতে হবে।’