নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার ॥ দক্ষিণ সুরমা সিলেটের মেডিকেল সিটিতে পরিণত হচ্ছে

13

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা এখন সিলেটের মেডিকেল সিটিতে পরিণত হচ্ছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুরমায় হচ্ছে। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মত একটি নামকরা হাসপাতাল রয়েছে দক্ষিণ সুরমায়। ভবিষ্যতে হয়তো আরো কোন চিকিৎসালয়খানে হবে। সবমিলিয়ে আমরা দক্ষিণ সুরমাকে মেডিকেল সিটি বলতেই পারি। তিনি ১৪ মার্চ শনিবার সকালে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের উদ্যোগে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে-উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনোজ্জির আলীর সভাপতিত্বে এবং ডেন্টাল ইউনিটের চিকিৎসক ডাঃ আনন্দিতা দে ও ডাঃ সুমাইয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ এস এ এম ইমরান হোসেন।
অনুষ্ঠানে সেমিনার প্রেজেন্ট করেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের লেকচারার ডাঃ সৈয়দা তাসফিয়া কাওসার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির বাবুল, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মো: মোখলেছ উদ্দিন ও অধ্যাপক ডাঃ আব্দুল খালেক বড়ভূইয়া। সেমিনারে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি