কানাইঘাট থেকে সংবাদদাতা :
কয়েক হাজার মানুষের অংশগ্রহণে দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি কানাইঘাটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. তাহিরের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
গত সোমবার রাত সোয়া ৯টায় ডা. মো. তাহিরের জন্মস্থান কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ চটিগ্রাম দারুস সুন্নাহ মাদরাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে কানাইঘাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, সুধীজন সহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ শরীক হন। তাঁর লাশ একনজর দেখার জন্য মাদরাসা মাঠে ভীড় জমান সবাই।
জানাযা পূর্ব দেশের প্রতিথযশা মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. তাহির এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ডা. তাহিরের ছেলে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হারুনুর রশিদ, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, সমাজসেবী আব্দুর রহিম, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, প্রভাষক আফসর আহমেদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উমরগঞ্জ মাদরাসার মুহতমিম মাও. আফতাব উদ্দিন, ছোটদেশ চটিগ্রাম দারুস সুন্নাহ মাদরাসার মুহতমিম মাও. আব্দুল্লাহ, সাবেক ছাত্রনেতা আহমেদুল কবির মান্না, যুবনেতা শহিদুর রহমান, ডা. তাহিরের ভাতিজা মাও. ফয়সল আহমদ। জানাযা শেষে ডা. তাহিরের লাশ তার নিজ গ্রাম ছোটদেশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য যে, গত সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
তাঁর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামে। তিনি এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশের স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি ছিলেন। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তাঁর অবদান অসামান্য ছিল। প্রথিতযশা এ চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।