স্টাফ রিপোর্টার :
জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০১৮ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় নাইওরপুলে তাদের সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার ১৪ জুলাই এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (উত্তর), মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন), ফয়সাল মাহমুদ, এসএমপি, সিলেট, শ্রী শ্রী কৃষ্ণ-বলরাম জিউর আখড়া, লামাবাজার সিলেট এর সভাপতি হিরেন সিংহ, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা সিলেট এর সভাপতি সমর সিংহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরি মন্দির, শিবগঞ্জ সিলেট এর সভাপতি সুরজিত সিংহ, শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া, কালিঘাট সিলেট এর সভাপতি এডঃ গৌতম দাস, ইসকন, যোগলটিলা-(কাজলশাহ) সিলেট এর সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী এবং নগরীর বিভিন্ন মন্দির, জিউর আখড়ার সভাপতি ও সাঃ সম্পাদকগণ।
সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০১৮ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তাছাড়া ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন- সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীয্যের সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০১৮ উদযাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।