করিম উল্লাহ মার্কেটে ইসলামী ব্যাংকের সি,আর,এম ও এটি এম বুথ উদ্বোধন

52

‘সদা, সর্বদা, সর্বত্র সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক এর সেবা সব মানুষের জন্য উন্মুক্ত’-এই শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক করিম উল্লাহ মার্কেটে সিলেট নগরীতে প্রথম স্থাপন করলো ডিজিটাল সার্ভিসের সি,আর,এম ও এটি এম বুথ। সি,আর,এম মেশিনের মাধ্যমে ২৪ ঘন্টা এক মেশিনে জমা ও উত্তোলন করা যাবে। গতকাল বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: লালদীঘির পার শাখা আয়োজিত সি,আর,এম ও এটি এম বুথ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ইভিপি ও সিলেট জোনাল প্রধান শিকদার মোহাম্মদ শিহাব।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: লালদীঘির পার শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: নুরুজ্জামান এর সভাপতিত্বে ইসলামী ব্যাংক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখা প্রধান মো: শহীদ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী আতাউল্লাহ সাকের। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: লালদীঘির পার শাখার ম্যানেজার অপারেশনস আবু সাদাত মওদুদ আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ প্রধান আব্দুল ওয়াহিদ। বিজ্ঞপ্তি