কাজিরবাজার ডেস্ক :
২০১৮ সালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে ১২ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘সাফল্যগাথা-২০১৭’ এবং নতুন বছরের কর্মপরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালে আমরা ১২ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছি। তবে এক্ষেত্রে ২০১৭ সালের ধারা অব্যাহত রাখাসহ গুরুত্ব দেয়া হবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর ওপর। কর্মীর সংখ্যার চেয়ে গুণগত মানের ওপর গুরুত্ব দেয়া আমাদের মূল লক্ষ্য।’
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমরা ক্রমান্বয়ে অদক্ষ কর্মী পাঠানো কমিয়ে আধা দক্ষ ও দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছি। কর্মী পাঠানোর ক্ষেত্রে সেবা প্রদানে আরও বিকেন্দ্রীকরণ ও ডিজিটালাইজেশন ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিচ্ছি।’
এ সময় মন্ত্রী বিদেশ ফেরত কর্মীদের ইউনিয়নভিত্তিক ডাটাবেজ প্রণয়নের পরিকল্পনার কথাও বলেন।
বিভিন্ন সমস্যায় পড়ে প্রতি বছর বিদেশ থেকে কী পরিমাণ কর্মী দেশে ফেরত আসছে এই তথ্য মন্ত্রণালয়ের কাছে আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যারা সমস্যায় পড়ে দেশে ফিরে আসেন তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। তারা তাদের মতো করে নিজ উদ্যোগে দেশে ফিরে আসে।’