বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর অব্যাহত খুন ও নির্যাতনের প্রতিবাদে বুধবার সিলেট সুরমা মার্কেট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর বার বার নৃশংসভাবে নারকীয় হত্যা, ধর্ষণ চালানো হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী এবং সে দেশের সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা সকল পাশবিকতাকে হার মানিয়েছে। বক্তারা মিয়ানমার সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে নির্যাতন বন্ধ করুন, অন্যথায় কঠিক কর্মসূচি দেয়া হবে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্যাতন বন্ধে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সিলেট জেলা সভাপতি জননেতা মাওলানা রেজাউল করিম জালালী, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা মনজুর আহমদ, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফাহাদ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীন আহমদ রাজু, হাফিজ কয়েস আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক হাফিজ ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, মাওলানা মাহবুব আহমদ, মাওলানা আরিফুল হক ইদ্রিস, অধ্যক্ষ বদরুল আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা আব্দুল মালিক, হাফিজ সাইফুল ইসলাম, মো: আব্দুল হামিদ, মাওলানা আবুল কালাম, মো: মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী মো: আতিকুর রহমান, মো: আহবাবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি