দেশব্যাপী নারী ধর্ষণ, নির্যাতন, গুম, খুন, এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবেিত সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিলটি নগরীর প্রধানসড়কগুলো প্রদক্ষিণ করে।
জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলীর সভাপতিত্বে ও মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মইন উদ্দীন সোহেল, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দীন লস্কর, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা কৃষকদলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।
এছাড়াও উপস্থিত মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ তোহেল, কামরুজ্জামান দিপু, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বিএনপি নেতা আব্দুল হাসিম জাকারিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, সহ সভাপতি মাসুক এলাহী, ফরিদ আহমেদ, আব্দুল লতিফ তফাদার, আব্দুল মুকিত, আবুল মিয়া, শ্যামল চন্দ্র মালাকার, আব্দুল আহাদ, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন, শামছুল হক, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক জুমেল ইসলাম জুমেল, রুকন ইসলাম, শফিকুল ইসলাম শফি, আব্দুল আউয়াল, তুরু মিয়া, ফকির আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্ছু, শাহজালাল আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম ফয়ছল, নিজাম উদ্দিন, রাসেল আহমদ, ইলিয়াছ আলী, লিটন আহমদ, হেলাল উদ্দিন, রফিক মিয়া, শাহিন আহমদ, ইব্রাহিম, রাসেল, বিজয়, আলী হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বাড়ছে ধর্ষণের পর হত্যা করার মতো নৃশংস কান্ড। পুলিশি নির্যাতনে মানুষ হত্যার মতো জগন্যহতম কাজ ঘটছে। তার কারণ- অধিকাংশ ঘটনার বিচার হয় না, অপরাধীরা পার পেয়ে যায়। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন অনাকাঙ্খিত, অসভ্য ঘটনা বাড়ছে। বিজ্ঞপ্তি