ওসমানীনগরে অন্যকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ খুন

56

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে বহনকারী প্রাইভেট কারের চালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হলেন ইলিয়াছ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন চালক কামরুজ্জামান(৩২) গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার দয়ামীর ইউপির কুরুয়া পেট্রোল পাম্প সংলগ্ন মনির মিয়ার চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। নিহত ইলিয়াছ মিয়া উপজেলার দয়ামীর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত আইন উল্যার ছেলে ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুদ্দিন আহমদ লেচুর বড় ভাই। আহত প্রাইভেটকার চালক কামরুজ্জামান সিলেট শহরস্থ তোপখানা এলাকার আজম খানের ছেলে। নিহত ইলিয়াছের ছোট ভাই ইউপি সদস্য মঈনুদ্দিন আহমদ লেচু জানান, সিলেট সীল ভিউ হোটেলে চাকরীরত তার বড় ভাই ইলিয়াছ মিয়া হোটেলের প্রাইভেটকার নিয়ে গত মঙ্গলবার রাতে এক জরুরী কাজে বাড়িতে আসছিলেন। রাত প্রায় ১টার দিকে কুরুয়া পেট্রোল পাম্প সংলগ্ন মনির মিয়ার চায়ের দোকানে পান খেতে নামে গাড়ি চালক কামরুজ্জামান, চালকের সাথে তিনিও নামেন। চালক কামরুজ্জামানের সাথে পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করে নিজ কুরুয়া গ্রামের শহীদ উল্যার ছেলে সাবেক ইউপি সদস্য আনহার আলী, বশির ও আনহালীর তিন শালাসহ কয়েকজন দৃর্বৃত্ত হারালো অস্ত্র দিয়ে চালক কামরুজ্জামানের উপর হামলা চালায়। চালক কামরুজ্জামানকে বাঁচাতে এ সময় আনহার আলী গংদের ইলিয়াছ মিয়া বাধা দিলে দৃর্বৃত্তরা ইলিয়াছ মিয়ার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ইলিয়াছ মিয়াও কামরুজ্জামানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ মিয়াকে মৃত ঘোষণা করেন।ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বৃদ্ধ খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে লাশ নিতহরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।