সিসিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাই কমিশনার

7

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি নগর ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত ছিলেন না সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন সিসিকের প্রধান নির্বাহি করর্মকর্তা ও সরকারে যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। ঢাকাস্থ পাকিস্থানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীও সিসিকের কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ পাকিস্থানী হাই কমিশনের কর্মকর্তা মো. কায়সার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ।