স্টাফ রিপোর্টার :
রায়হান উদ্দিন আহমদ হত্যাকান্ডের প্রেক্ষিতে এখন সিলেটজুড়ে আলোচনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ি। রায়হান আহমদ হত্যার দায়ে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসনে ভূঁইয়াকে এই ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্থ করা হয়। এরপর বন্দরবাজার ফাঁড়ির দায়িত্ব দেওয়া হয় এসআই শাহিন মিয়াকে।
এসআই শাহিন মিয়াকে বন্দরবাজার ফাঁড়ির দায়িত্ব প্রদানের পর থেকেই শুরু হয় সমালোচনা। এই পুলিশ কর্মকর্তারা বিরুদ্ধে চাঁদাবাজি-জুয়া খেলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শাহিনের জুয়া খেলার ছবিও শুক্রবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সমালোচনার প্রেক্ষিতে এসআই শাহিনকে বন্দরবাজার ফাঁড়ির দায়িত্ব থেকে গত শুক্রবার অব্যাহতি দেওয়া হয়।
তবে শাহিন মিয়াকে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব প্রদানের বিষয়টি অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, শাহিনকে বন্দরবাজার ফাঁড়ির দায়িত্ব দেয়া হয়নি। এখনও এই ফাঁড়ির ইনচার্জ হিসেব কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এসআই শাহিনকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।