পুলিশ এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে – এসপি ফরিদ উদ্দিন

11

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, পুলিশ এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পুলিশি সেবা দেয়ার চেষ্টা করছে। কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে।
গতকাল শনিবার সকালে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি পাবে পুলিশ অপরাধ করলে একই শাস্তি পাবে।
‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, বিট অফিসার এসআই সুজিদ চক্রবর্তী, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউ রহমান মানিক, আওয়ামী লীগ নেতা শাহ্ নুরুর রহমান সানুর, আলাউর রহমান আলা, কৃষক লীগ নেতা মোস্তাক আহমদ, আবদুল হামিদ, গোয়ালাবাজার বণিক সমিতির নেতা ফয়জুল হক, পরিমল দেব, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন আহমদ ও শিক্ষক শফিকুল ইসলাম মৃধা প্রমুখ। সমাবেশ শেষে গোয়ালাবাজার এলাকায় একটি র‌্যালী বের করা হয়। এর আগে তাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন।