ওসমানীনগর থেকে সংবাদদাতা :
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওসমানীনগর উপজেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভার। আরডিআরএস বাংলাদেশ এর সূচনা প্রকল্পের সহযোগিতায় সোমবার উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তির পরিচালনায় আলোচনায় দুর্যোগ প্রতিরোধের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাছলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান মুসলিমা বেগম চৌধুরী, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অধিনস্থ উপজেলা উপ-প্রকৌশলী আলমগীর রেজা রিপন, সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, আরডিআরএস বাংলাদেশ এর ওসমানীনগর উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, মনিটরিং অফিসার নোমান মিয়া, ইউনিয়ন সমন্বয়কারী দয়াল কর্মকার, ডিসিডিও নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।