জৈন্তাপুরে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন

20

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর ষ্টেশন বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধ দমন, নিয়ন্ত্রণের জন্য ১২টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা স্থাপন করে জৈন্তাপুর ষ্টেশনবাজার ব্যবসায়ী সমিতি।
৩১ জানুয়ারী দুপুর ১২টায় জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ি¬ সমিতির আয়োজনে জৈন্তাপুর প্রেসক্লাব সভা কক্ষে সিসি ক্যামেরা আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। ষ্টেশনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার সেকেন্ড ইন কমান্ড (এস.আই) আজিজুল ইসলাম, জৈন্তাপুর ষ্টেশনবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমিরুল আলম, আব্দুল মতিন শাহিন, নজরুল ইসলাম, আব্দুল মান্নান মনাই, সাব্বির আহমদ, মামুনুর রশিদ সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।