এইচএসসি পরীক্ষা ॥ বাংলা দ্বিতীয় পত্রেও অনুপস্থিত ৭৬০,বহিষ্কার ২

36

স্টাফ রিপোর্টার :
উচ্চ-মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনেও সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ৭৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৬০জন। বহিষ্কার করা হয়েছে দুই শিক্ষার্থীকে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সিলেট শিক্ষাবোর্ডের সচিব মোস্তফা কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষার্থী ৬১ হাজার ৩৪৭ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৫৮৭ জন। এছাড়া দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। এবছর সিলেট বোর্ডের অধিনে ২শ’৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ হাজার ৫শ’৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮৮জন বেশি। ২০১৭ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৪শ’৭৫ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এ বছরও মেয়েদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৩২ হাজার ৮শ’ ৩৫ জন এবং মেয়ে ছাত্রী ৩৮ হাজার ৭শ’ ২৮ জন। সেই তুলনায় এবার ৫ হাজার ৮শ’ ৯৩ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরও ছেলেদের তুলনায় ৪ হাজার ৭শ’ ৬৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল।