শরীফ সাথী
সুখী আমার বঙ্গ
তাকে সঙ্গ দিয়ে চলছি আমি।
তাঁর রুপের ছোঁয়া গায়ে মেখে
বলছি মিষ্টি কথা।
নদী তীরের আঁকাবাঁকা পথের
অপরূপা রুপে মুগ্ধ আমি।
সবুজ বন, নদী জলে দলে চলা
পদ্ম মাঝি মাল্লা দেখে দেখে
নয়ন হচ্ছে আমার দিশেহারা।
মায়াময় ছায়াময় প্রকৃতির রঙে
মুগ্ধ আমি,
আমার আগমনে আমরনে আচরনে
আবরনে শুদ্ধ আমি।