টিকিট পেতে প্রবাসীদের বিক্ষোভ, বিমান অফিসের গ্লাস ভাঙচুর

9

স্টাফ রিপোর্টার :
নগরীর মজুমদারীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে টিকিট পেতে বিক্ষোভ করেছে প্রবাসীরা। এ সময় উত্তেজিত প্রবাসীরা বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছে। তাদের দাবি, প্রবাসে ফেরত যাওয়ার ফিরতি টিকিট কনফার্ম করতে নানা ধরণের টালবাহানা করা হচ্ছে। আর বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বর্তমানে টিকিটের কোন সঙ্কট নেই। প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিলের পর টিকিট দেয়া হচ্ছে যাত্রীদের। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বিমান অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, করোনা ভাইরাসের পূর্ব মুহূর্তে দেশে আসা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই সংশ্লিষ্ট দেশে ফেরত যেতে পারেননি। বর্তমানে সংশ্লিষ্ট দেশ এসব প্রবাসীদের ফেরত যাওয়ার সুযোগ দিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট করে আসা যাত্রীরা ভিড় করেছেন বিমান অফিসে। গতকাল বুধবার সকাল থেকেই শত শত যাত্রীরা তাদের টিকিট কনফার্ম করতে ভিড় করেন নগরীর মজুমদারীস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে। সকাল থেকে সিরিয়াল পেতে অপেক্ষমানরা এক সময় উত্তেজিত হয়ে ওঠেন। তাদের হামলায় বিমান অফিসের গ্লাস ভাঙচুর করা হয়।
বিশ্বনাথের প্রবাসী শামসুজ্জামান মনির বলেন, গত মঙ্গলবার এসেছি যাবতীয় কাগজপত্র নিয়ে। আমাকে বলা হলো বুধবার আসতে। কিন্তু এখনো টিকিট হাতে পাইনি।
দুবাই ফেরত জকিগঞ্জের প্রাসী আব্দুস সালাম জানান, সকাল ৯টা থেকে বাহিরে অপেক্ষা করছি টিকিট পেতে। তিনি অভিযোগ করে বলেন, ২০ বারের বেশি সময় এসেছি টিকিটের জন্য। কিন্তু সংশ্লিষ্টরা একেক সময় একেক রকমের কাগজ আনতে বলেন। তারা এক সাথে সকল কাগজপত্র নিয়ে আসতে বলেন না। এতে আমাদের ভোগান্তির কোন শেষ নেই। এছাড়া অফিসে ঢুকতে দালালদের ৫শ টাকা দিয়ে ঢুকতে হয় বলে জানান তিনি।
এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বর্তমানে টিকিটের কোন সঙ্কট নেই। দুবাই, আবুদাবি, সৌদিসহ কয়েকটি দেশে সপ্তাহে ৯টি ফ্লাইট যাচ্ছে। একসাথে সকল যাত্রী অফিসে আসায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি। এছাড়া তিনি বলেন, ফিরতি টিকিট পেতে যে সকল কাগজ দরকার এ সংক্রান্ত সকল তথ্য আমাদের অফিসের সামনে ঝুলিয়ে রাখা আছে কিংবা ওয়েবাইটেও আছে। যাত্রীদের সকল কাগজ এক সাথে ও ট্যাক্সের ২ হাজার টাকা নিয়ে আসতে বিমানের যাত্রীদের প্রতি তিনি অনুরোধ করেন। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন ২শ জনের টিকিট কনফার্ম করা হচ্ছে। আগন্তুক যাত্রীদের প্রথম দিনে সিরিয়াল নাম্বার দেয়া হয় পরদিন সকল কাগজপত্র ঠিক থাকলে টিকিট দেয়া হচ্ছে। ব্যবস্থাপক শাহনেওয়াজ আরো বলেন, অন্য এয়ারলাইন্সে আসা অনেক যাত্রীরা টিকিট না পেয়ে বিমান বাংলাদেশের অফিসে এসে ভিড় করেন। কিন্তু তাদেরকে এখন কোন টিকিট দেয়া হবে না। এছাড়া অফিসে আগত সকল যাত্রীরা বাহিরের কোন দালালদের সাথে টাকা-পয়সার লেনদেন না করতে অনুরোধ জানান।