শাফায়েত হোসেন
নবজাতক প্রাণটা যখন
হাসে মায়ের কোলে,
গাছের শাখায় স্বপ্ন তখন
সুবাস মেখে দোলে।
পাড়া গাঁয়ে সুর উঠে যায়
নতুন চাঁদের সুখে,
মৌমাছিরা মধু বিলায়
কোমল প্রাণের মুখে।
বনের মাঝে ফুলকলিরা
রঙটা মেখে ঘুরে,
ছোট্ট শিশুর রাঙা হাসি
পাখির ডানায় উড়ে।
নদীর স্রোতে কলমিলতায়
একাকারে হাসে,
পদ্ম ফুলের ভ্রমর মাঝে
খোকার ছবি ভাসে।