বাবুর্চি সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

2

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, রান্না আজ শুধু প্রয়োজন নয়, রান্না আজ শিল্প। রন্ধন শিল্পীগণ আমাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি শখও পূরণ করছেন। রন্ধন শিল্পীদের হাতে শীতের উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা আজ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আজ আমাদের দেশীয় খাবার সমাদৃত।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির কার্যকরী কমিটির কার্যালয়ে বাবুর্চি সমিতির সদস্যদের মাঝে ডা. আরমান আহমদ শিপলুর শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বাবুর্চি সমিতির সভাপতি মো: আব্দুল কাদির খাঁন সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: কবির আহমদ পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. ফজলুল হক, সহ-সভাপতি মো. আব্দুছ ছালাম ফারুক, সিলেট বাবুর্চি সমিতির সেক্রেটারি মো. মকবুল হোসেন খাঁন, ক্যাশিয়ার মো আব্দুল জব্বার, সহ-ক্যাশিয়ার আব্দুল রহমান, সদস্য মো. আব্দুল হালিম, মো. কামাল আহমদ, কাজল তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা আবি আহমেদ, জামিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি