আজব দেশ

6

জোবায়ের জুবেল

এমন একটা দেশ যে আছে
বিশ্ববাসীর বুকে,
লেখক, কবি সব হওয়া যায়
টাকার গরম ফুকে।

যোগ্যতা আর মেধা বল
কিছুই লাগে না,
নিজের টাকায় সনদ মিলে
চোখে দেখ না!

হাজার হাজার সংঘ গড়ে
ব্যাঙ্গের ছাতার মত,
টাকা দিয়ে নিউজ করায়
দেখছি শত শত।

সভাপতির গদি হল
বড় টাকার খনি,
এদিক ওদিক টাকা উড়ায়
সবার মধ্যমনি।

এসব লোকে ভরে গেছে
দেশটা কানায় কানায়,
সুদিন ফিরে আসবে কবে
সবার মনের কোনায়।