দক্ষিণ সুরমা এলাকা হতে সিএনজি অটোরিক্সাসহ সিএনজি অটোরিক্সাসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যের নাম মো. আরিফ (৩২)। সে টুলটিকর মধুবাগ গ্রামের মো. মতিন মিয়ার ছেলে। তার মূল বাড়ি কুমিল্লা চাঁদপুর সদরে।
১ অক্টোবর দুপুর ১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ আল নুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করেন শ্রমিকরা নেতৃবৃন্দরা। পরে তাকে শ্রমিক সংগঠনের শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের কার্যলয় থেকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে দিলওয়ার আহমদ নামক সিএনজি চালক চা পান করার জন্য টিলাগড়ের একটি রেস্টুরেন্টে যান। ২০ মিনিট পরে এসে দেখে নির্দিষ্ট স্থানে গাড়িটি নেই। যার নং সিলেট থ-১২-৯৫১৭। পরে তিনি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের নেতৃবৃন্দ ও গাড়ির প্রকৃত মালিকে বিষয়টি অবগত করেন। ২দিন পর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ আল নুর কমিউনিটি সেন্টারের সামনে গাড়িটি উদ্ধার করে শ্রমিক নেতৃবৃন্দ তাৎক্ষণিক শাহপরান থানা পুলিশকে খবর জানালে পুলিশ উপশহর থেকে আসামী ও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শাহপরান থানা ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিএনজি অটোরিক্সা উদ্ধার ও সিএনজি চোরকে ধরতে সহযোগিতা করেন শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের সভাপতি মুহিবুর রহমান এপল, সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমদ, সদস্য সুরুজ আহমদ, শাহীন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি