কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সুরাইঘাট ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির এক সভা বৃহস্পতিবার সকাল ১১টায় সুরাইঘাট বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউ.পি সদস্য আলিম উদ্দিনের পরিচালনায় সভায় সমিতির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় কানাইঘাট লোভাছড়া চা-বাগানের স্বত্ত্বাধিকারী লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউ.পির চেয়ারম্যান জ্যামস্ লিও ফারগুশন নানকার বিরুদ্ধে উদ্দেশ্যে মূলক অপপ্রচারে প্রতিবাদ করে সভায় পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন গত কয়েক মাস পূর্বে লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর কিনে এলাকার ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের পরিবারের ভরন পোষন ও ব্যবসার স্বার্থে বাগানের রাস্তা দিয়ে হালকা যানবাহন করে পাথর বহনের জন্য বাগানের মালিক নানকার বরাবরে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা লিখিত দরখাস্ত দেন। তিনি এলাকার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের কথা বিবেচনা করে বাগানের রাস্তা দিয়ে পাথর বহনের সুযোগ দেন। ব্যবসায়ীরা বলেন ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা চা-বাগানের কোন পাথর খরিদ করেন না এবং বাগান থেকে কোন ধরনের পাথর উত্তোলন করা হয় না। তারপরও নানকার বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে এলাকার একটি কু-চক্রি মহল অপপ্রচার করায় সভায় তার নিন্দা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির পাথর ব্যবসায়ী হুছন আহমদ, আব্দুল লতিফ, ফখর উদ্দিন, হেলাল আহমদ, রফিকুল হক, খায়রুল, শুকুর, ময়না মিয়া কালা চান্দ, নাজিম উদ্দিন, আখলাকুল আম্বিয়া, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, নিজাম উদ্দিন, রফিক আহমদ প্রমুখ।