সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেছেন, সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। প্রতিবন্ধী, দরিদ্র, বঞ্চিত ও ঝড়েপড়া জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করতে সরকার নগদ অর্থ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সেই সব সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধী ও বঞ্চিত শিক্ষার্থীরা লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৭জন শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সুধীজন, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
মেজবাহ উদ্দিন গত ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ৩ হাজার টাকা করে ৫১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ এর মহাসচিব-নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দর্শনে অর্নাস ২য় বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ কয়েছ মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ও উপদেষ্টা সমিক সহিদ জাহান, হিসাব রক্ষক ফজলে এলাহি, শিক্ষিকা নমিতা রানী দে ও খালেদা আক্তার রিবা প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জিডিএফ এর মহাসচিব-নির্বাহী পরিচালক বায়জিদ খান শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করায় সিলেটের জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলামকে জিডিএফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি