রিপলু চৌধুরী
ব্যস্ত এই গ্রাম শহরে
ব্যস্ত এই জীবন
জীবন চলার তাগিদে
ব্যস্ত এই জীবন।
রঙিন বাড়ি রঙিন গাড়ি
তৈরি করে জীবন
প্রয়োজনে ছুটে চলে
ব্যস্ত এই জীবন।
আমার বাড়ি আমার গাড়ি
আমার এই ভূমি
ব্যস্ত জীবন ছুটে চলে
ব্যস্ত জীবনের জমি।
ব্যস্ত এই সোনার সংসার
নতুন নতুন বাহার
বাহারের খুঁজে ব্যস্ত জীবন
চড়ে নানান পাহাড়।
মৃত্যুর আগমুহূর্তে শেষ হবেনা
চাহিদার এই বাহার
তাইত জীবন ছুটে চলে
খুঁজে নানান আহার।
মানব জীবন ব্যস্ত জীবন
মায়ার মধ্যে ঘেরা
মায়ের জালে বন্দী হয়ে
জীবন সাজানোর তারা।