সিলেটে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

6

স্টাফ রিপোর্টার :
আগামী ৪৮ ঘন্টা সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩১ মিলিমিটার। গতকাল মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন বাহিরে বের হওয়া মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের গতকাল মঙ্গলবার দুপুর ১২টার রিপোর্ট অনুসারে, বৃষ্টিপাতের কারণে সুরমার সিলেট পয়েন্ট ছাড়া আর কোন পয়েন্টেই পানি বাড়েনি। আর সারি, লোভা, ধলাইসহ অন্য সবকটি নদীতেও আগের দিনের তুলনায় পানি বেড়েছে কম।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এ কারণে সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি-বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।