বিজন বেপারী

12

আমাদের দেশ :

সুজলা সুফলা এই আমাদের দেশ,
সবুজে সবুজে ঢাকা ভালোবাসি বেশ।
দিগন্ত জোড়া যেথায় আকাশের নীল,
পাহাড় পর্বত নদী হাওরের বিল।
জেলে ভাই খুব খুশি জালে পেয়ে মাছ,
চাষী ভাই ভরে বুক ধান করে চাষ।
পাঠ দিয়ে সুতা হয় চলে তাঁত শিল্প,
বৈদেশিক আয় আসে এতো নয় গল্প।
কামার কুমার আর দেশপ্রেমী কবি
সোনার বাংলায় দেখি সকলের ছবি।