চৌহাট্টা সড়কে রিক্সাচালকদের অবরোধের চেষ্টা, আটক ৪

25

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার-জিন্দাবাজার ও চৌহাট্টা সড়কে রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়ে রিক্সা চালকরা চৌহাট্টা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় ৪ রিক্সা চালককে আটক করে পুলিশ।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ১০-১২ জন রিক্সা চালক জড়ো হয়ে সড়ক অবরোধ করতে চাইলে তাদের এই ৪ জনকে আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। তবে এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) ইয়াছিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি করে ১০-১২জন রিকশা চালক আন্দোলনে নামে চৌহাট্টা এলাকায়। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন রিকশা চালককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দর সড়কে রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। গত শুক্রবার থেকে নির্দেশনা বলবত হলেও শনিবার থেকে কঠোর অবস্থানে নেমেছে সিসিক। এর পর থেকে নানা ভাবে প্রতিবাদ করে আসছেন রিক্সা ও ভ্যান চালকরা। এর প্রেক্ষিতে সোমবার চৌহাট্টায় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।