জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ছড়িয়ে পড়েছে উত্তেজনা। উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পতিত জায়গা নিয়ে গ্রামের ছইল মিয়া ও হাবিবুর রহমান হবির লোকজনের মধ্যে ৬ দফা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হন। এ নিয়ে উভয় পক্ষে কমপক্ষে ৮টি মামলা চলছে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হন। তাদের মধ্যে হাবিবুর রহমান হবি পক্ষের ফয়জুল ইসলামের ছেলে গুরুতর আহত মাজহারুল ইসলাম এমরানকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৩ সেপ্টেম্বর রবিবার চিকিৎসাধীন অবস্থায় আহত যুবক মাজহারুল ইসলাম এমরানের মৃত্যু হয়েছে বলে তাঁর স্বজনরা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, ৪ তারিখের মারামারির ঘটনায় থানায় কোন মামলা হয়নি। এরপরও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে নিহতদের ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।