কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল, ৪ ঘন্টা পর পুসরায় ট্রেন চলাচল শুরু

24

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শমসেরনগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ৭২০নং আন্ত:নগর পাহাড়িকা এক্সপেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে টানা ৪ ঘন্টা ট্রেনটি আটকা পড়ে। বিকল্প একটি ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকা পড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমসেরনগর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপেস ট্রেন শমসেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিল।
শমসেরনগর স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ৭২০নং আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার দুপুরে শমসেরনগর স্টেশনে এসে পৌছে। এখানে ২ মিনিট যাত্রা বিরতির পর ইঞ্জিন বিকল হওয়ার পর ট্রেনটি এখানেই আটকা পড়ে। শমসেরনগর রেলওয়ে স্টেশন সহকারি মাস্টার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭২০ নং চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এ স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিল। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে আটকাপড়া ট্রেনটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায়।