স্পোর্টস ডেস্ক :
পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ হাই-স্কোরিং ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ভারতের কাছে মাত্র ৩ রানে হেরে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান তুলে সফরকারীরা। জবাবে খেলতে নেমে ৩০৫ রানে থেমেছে ক্যারিবিয়ানদের ইনিংস।
ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ভারত। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পর ব্যক্তিগত ৬৪ রানে রান আউট হন শুবমান গিল।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান। তাতেই বাড়তে থাকে দলীয় রান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পরা সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন ধাওয়ান। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকেই যায় তার। আউট হয়েছেন ৯৭ রানে। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আয়ারও। আউট হওয়ার আগে করেন ৫৪ রান।
পরে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি কেউই। ১৩ রানে সূর্য্যকুমার যাদব, ১২ রানে সাঞ্জু স্যামসন, ২৭ রানে দ্বীপক হুদা ২১ রানে অক্ষর প্যাটেল আউট হন। আর ৭ রানে শার্দুল ঠাকুর ও ১ রানে মোহাম্মদ সিরাজ অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে ৭ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাই হোপ। অবশ্য তাতে কোনো সমস্যা পড়তে হয়নি। কেননা দ্বিতীয় উইকেট জুটিতে কাইল মেয়ার্স ও শামারা ব্রকস মিলে তুলেন ১১৭ রান। ৪১ বলে ৪৬ রান করে আউট হন ব্রকস। এরপর হাফ-সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স ফিরেছেন ৭৫ রানে।
এদিকে ফিফটির দেখা পেয়েছেন ব্রেন্ডন কিংও। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা আর বড় করা হয়নি। আউট হয়েছেন ৫৪ রানে। এছাড়া ২৫ রানে নিকোলাস পুরান ও ৭ রানে রোভম্যান পাওয়েল আউট হন। আর ৩২ রানে আকেল হোসেন ও ৩৯ রানে রোমারিও শেফার্ড অপরাজিত থাকেন।