ফেইসবুকে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তিবর্গের বিকৃত পোষ্ট দেয়ার অপরাধে একজন আটক

23
র‌্যাবের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন আটক একজন।

স্টাফ রিপোর্টার :
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে ৫ ডিসেম্বর এসএমপির কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিন্দাবাজার সাকিনন্থ উইনডেল হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে একজন বিকৃত চিন্তাধারার অধিকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী সোশ্যাল মিডিয়ায় তথা তার ব্যবহৃত ফেইসবুক আইডি হতে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি শেয়ার এবং পোস্ট করে তার ব্যবহৃত ফেইসবুকের মাধ্যমে প্রচার করে আসছে। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীসহ আরো কয়েক জন দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তিবর্গকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে যা উক্ত মোবাইল এর এধষষবৎু-তে ঝবৎববহ ঝযড়ঃং-এ সংরক্ষিত আছে। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ খালেদ মিয়া (৩৫), পিতাঃ মৃত হারিস উদ্দিন, সাং- গণেশপুর (বাহাদুরপুর), থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।