স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ লোকমান আহমদকে (৪১) গতকাল রবিবার বিকেল ৫ টা ৪০ মিনিটে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বিকেলে পুলিশ দক্ষিণ সুরমা থানার ১৪ (১৪-০১-১৫) নং (নাশকাতার ধারা-৩০২/৩৪) দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত লোকমান দক্ষিণ সুরমা উপজেলার কামুসনা গ্রামের মৃত সোয়াইব আহমদের পুত্র।
পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে বরইকান্দি এলাকার কামুসনার লোকমানের নিজ বাড়িটি ঘেরাও করে রাখে। এ সময় লোকমান বাড়ির ভিতরে অবস্থান করার বিষয়টি নিশ্চিত হয়ে এক পর্যায়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে দক্ষিণ সুরমা থানায় নিয়ে যায়। বিকেলে গ্রেফতারকৃত লোকমানকে পুলিশ ভ্যানে তুলে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে। সেখান থেকে পুলিশ তাকে হত্যা মামালায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুর আলম মন্ডল জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত লোকমানের নেতৃত্বে ও উপস্থিতিতে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা গত ২২ জানুয়ারী রাত সাড়ে ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা প্রগতি স্কুলের সামনে ঘটনা ঘটিয়েছেন মর্মে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ধৃত আসামী লোকমান দক্ষিণ সুরমা থানার ১৩(৬)০৬ নং মামলায় চার্জশিটভুক্ত (অভিযোগপত্র) আসামীসহ অত্র থানা ও সিলেট বিভাগের বিভিন্ন থানার ধ্বংত্মাক কর্মকান্ডের একাধিক মামলায় মুলতবী আছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গতকাল বিকেলে দক্ষিণ সুরমা থানার দায়েরকৃত ১৪(১)১৫ নং বিস্ফোরক আইনের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ধৃত লোকমানকে কারাগারে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ডিবি পুলিশ লোকমানকে গ্রেফতার করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল বিকেলে ধৃত লোকমানকে জেলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারী রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বদিকোনা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৬-৮২৩৯) পেট্রোলবোমা মেরে আগুন লাগিয়ে দেয় পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা। পেট্রোলবোমা দিয়ে ট্রাক ড্রাইভারের শরীরে লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে (সিলেট থ ১১-৪৮৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহাজাহান আহমদ (২৮) মারা যান। আহত হন সিএনজি’র দুজন যাত্রী। এ ঘটনায় নিহতের ভাই মোঃ নিজাম উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে অবরোধে বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যার অভিযোগ এনে দক্ষিণ সুরমা থানায় তিনি এ মামলাটি দায়ের করেন। নং-১৪ (২৪-০১-১৫)।