জগন্নাথপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

9
জগন্নাথপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদরদপ্তর হতে প্রেরিত গ্রামীণ ফোনের সহায়তায় এবং সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাচঁশত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড ) মো: ই্য়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের আজীবন সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু সহ বিভন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দুপুর ১টায় শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের আজীবন সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাজী সোহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে ও ইউনিটের উপজেলা যুব প্রধান আমির খান সাব্বিরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদ্য সামসুদ্দিন কামালী, যুব রেডক্রিসেন্ট উপদেষ্ঠা সেরুজ্জামান, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সহ-সভাপ্রতি আব্দুল হক কামালী, ব্যবসায়ী বাবুল খান মুন্না, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হাজী আবু বক্কর কামালী, শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজ মিয়া, সাইফুল কামালী, যুব রেড ক্রিসেন্টের শাকিল আহমদ, শাহিদ মিয়া, সিনিয়র সদস্য আব্দুস সালাম, (যুব প্রধান-২) সোয়েব আবেদীন, যুব সদস্য রিয়াদ, নাহিদ, মামুন প্রমূখ।
বিকেলে পৃথক দুটি স্থানে জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলার রাণীগঞ্জ, পাইলগাঁও, পাটলী, সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নের পাচঁশত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তার চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ, সুজি সহ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি