বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া প্রতিযোগিতা

5
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় শিশু- কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় শিশু-কিশোরদের মধ্যে নানা ধরনের ক্রীড়াপ্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় নগরীর কালাপাথর মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান নজিব বলেন, দেশের মানুষকে করালগ্রাস থেকে মুক্ত করতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমান সরকারের নির্যাতন সহ্য করেও জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে প্রতিভা বিকাশ পাবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরা মনে রাখবে শুধু পুরস্কার জয়লাভ করা আসল বিষয় নয়, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য বিষয়।
স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন নাগের সভাপতিত্বে ও যুবদল নেতা হাবিবুর রহমান জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সিনিয়র সদস্য বেলাল আহমদ, সিনিয়র সদস্য সুজান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাছুম রাজ্জাক রুমেল, জেলা যুবদলের সিনিয়র সদস্য শাহেদ আহমদ চমন, যুবদল নেতা তানভীর চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাইদ, সদস্য রেজওয়ান আহমদ, জেলার যুবদলের সদস্য জিএম বাপ্পী, রায়হান আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ সিরাজ, মহানগর যুবদল নেতা শাহেদ আহমদ, বাবুল আহমদ, বদরুল ইসলাম, ফয়েজ আহমদ লিটন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাবেক জেলা ছাত্রদল সিনিয়র সদস্য রেজাউল হাসান মাছুম, সহ সভাপতি এনামুল হক চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা, সাবেক সহ যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান রুমেল, জেলা ছাত্রদল নেতা কামরান আহমদ, মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা এমদাদুল হক ইমু, মোহাইমিনুল হক তপু, ফয়েজ আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহমদ, ছাত্রদল নেতা আরমান আহমদ মুন্না, মো. মাহবুব, শুভন আহমদ, জুবায়ের মুন্না, সাজন, হৃদয় হাসান খোকন, রিহাদুল হাসান রুহেল, আলম, মোফাজ্জল, ইমরান হোসেন, আসাদ, সাকিব আহমদ, সুমন, রাসেল, আমন পিয়াল, জীবন, মিজান প্রমুখ। পরে বিজয়ী শিশু-কিশোরদের বই, খাতা, কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী তিরণ করা হয়। বিজ্ঞপ্তি