শরৎ এলো

20

ছাদির হুসাইন ছাদি

রঙিন ঠোঁটে পদ্ম ফুটে
শরৎ এলো তাই,
কাশের বনে মধুর সনে
মুগ্ধ হয়ে যাই।

আকাশ জুড়ে দিনদুপুরে
মেঘে করে খেলা,
শিশির হাসে দূর্বাঘাসে
সকাল সন্ধ্যাবেলা।

গাছের ডালে তালে তালে
পাখিরা গায় গান,
হাওয়ার ছলে দলে-দলে
নাচে আমন ধান।

পল্লী গায়ে চাষির পায়ে
ভোরে বাজে ছন্দ,
ছন্দে ছন্দে মহানন্দে
ভাঙে মনের দ্বন্দ্ব।