জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
ইউএনও’র লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল রায় আহত হওয়ার প্রতিবাদে এবং ইউএনও প্রিয়াংকা পালের অপসারণসহ বিচারের দাবিতে শুক্রবার জামালগঞ্জ উপজেলা সদর হাজার হাজার জনতার মিছিল শ্লোগানে প্রকম্পিত হয়েছে।
শীতের কুয়াশা ভেদ করে সকাল থেকেই জামালগঞ্জএর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা সদরে জমায়েত হয়।
মিছিলকারীরা অবিলম্বে ইউএনওর অপসারণ ও বিচারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শ্লোগান দিয়ে সমগ্র উপজেলা সদর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জীলানী আফিন্দি রাজু, আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।
ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের নেতা জনাব নুরু মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম তালুকদার, ফেনার বাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী, ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক শামসুল আলম, একলিমুর রেজা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, কৃষকলীগ নেতা শেরন আহমেদ, মামুন মিয়া মশিউর রহমান, রিয়াশদ, সেন্টু, পেঠন, ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ, মাসুম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওমীলীগ নেতা নেতা শাহীন আলম, ফজলুল করিম ইউনিয়ন কৃষকলীগ নেতা তাজ উদ্দিন, ইউপি সদস্য তহুর আলম, কাউছার আহমদ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ প্রমুখ।