মেসিকে পিএসজিতে সাদর আমন্ত্রণ – টাচেল

5

স্পোর্টস ডেস্ক :
বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর মৌসুম শেষে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে উত্তাল স্প্যানিশ মিডিয়া। কোথায় যাবেন মেসি, আদৌ কী প্রাণের ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন। চলছে জল্পনা। কাতালান ক্লাব ছেড়ে যে সকল ক্লাবে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের মধ্যে অন্যতম পিএসজি। রবিবাসরীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্নের কাছে হেরে যাদের ইউরোপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে।
আর খেতাব হারানোর পর মেসিকে প্রকাশ্যে পিএসজিতে স্বাগত জানিয়ে জল্পনাটা আরও উসকে দিলেন পিএসজি কোচ থমাস টাচেল। জার্মান কোচ ম্যাচ হারের পর জানিয়েছেন, মেসি যদি এই ক্লাবে আসবে বলে মনস্থির করে থাকে তাহলে তাকে স্বাগত।
এক ক্রীড়া সংবাদমাধ্যমকে এমবাপেদের কোচ বলেছেন, ‘মেসিকে আমাদের ক্লাবে সাদর আমন্ত্রণ। কোন কোচ মেসিকে চায় না বলুন তো?’ একইসঙ্গে মেসি বার্সেলোনা ছাড়বেন কীনা, সে বিষয়ে সন্দেহপ্রকাশ করে টাচেল জানান, ‘আমার মনে হয় মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে। ও মিস্টার বার্সেলোনা।’
পিএসজি’র অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা এবং ক্যামেরুন স্ট্রাইকার চৌপো মটিং সহ একাধিক ফুটবলারের সঙ্গে আগামী মৌসুমের আগে সম্পর্ক ছিন্ন হচ্ছে তাদের। এমতাবস্থায় দলের গভীরতা বাড়াতে এমন কিছু চুক্তি সারতে চাইছে ক্লাব, যাতে শেষে লাভ হয় তাদের। আর সেই কারণে মেসি আগ্রহী থাকলে তাকে যে কোনও উপায়ে দলে নিতে কোনও গড়িমসি করবে না পিএসজি। টাচেলের ইঙ্গিতে স্পষ্ট সেটা। তবে মেসি ছাড়াও তাদের টার্গেট রয়েছে বেশ কিছু ফুটবলার। খুব শীঘ্রই সে ব্যাপারে একটি বৈঠকে বসবে ক্লাব।
টাচেল বলছেন, ‘আগামী মৌসুমের কথা ভেবে আমরা শক্তিশালী একটা স্কোয়াড তৈরির লক্ষ্যে। ফুটবলারদের ট্রান্সফারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি। আগামী দিনগুলোতে আমরা আলোচনায় বসে সেই বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করব।’
আর ফাইনাল হারের প্রসঙ্গে ৪৬ বছরের কোচ বলছেন, ‘ফলাফল যে কোনও দলের পক্ষে যেতে পারত। লড়াই দিয়েছি আমরা। সেরাটা উজাড় করে দিয়েছে দলের ফুটবলাররা। কিন্তু মাঠেই সবকিছু ফেলে আসতে হয়েছে আমাদের। ফলাফল কোনওভাবেই আমাদের হাতে ছিল না।’