সিলেট মহানগর আ’লীগের ‘কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালা

8
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নে সিলেট মহানগর আওয়ামী লীগের দিনব্যাপী কর্মশালা।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নে সিলেট মহানগর আওয়ামী লীগের দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট নগরের উপশহরের একটি হোটেলের হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে দলীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠাকারণ, নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহন বাড়ানো, সংশ্লিষ্ট ইউনিটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং সাধারণ জনগনের সাথে সম্পর্ক বৃদ্ধিকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। কর্মশালা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এ এম হাসান জেবুল। অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান। কর্মশালা পরিচালনা করেন সিনিয়র ডিরেক্টর আব্দুল আলিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। কর্মশালায় সিলেট মহানগর আওয়ামী লীগ ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কাজের মাধ্যমে সিলেট মহানগর আওয়ামী লীগের ২ বছর মেয়াদি কৌশলগত কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। কর্মপরিকল্পনা প্রণয়নে সার্বিক সহযোগিতা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম, রিজিওনাল ম্যানেজার, কো-অর্ডিনেটর, ফরহাদ আহমেদ, প্রোগ্রাম সহকারী সোহেলি খানম। বিজ্ঞপ্তি