বড়লেখায় গাছ কর্তন ও ফিসারীর মাছ লুটের অভিযোগ

21
বড়লেখায় মাছ নিধন ও বৃক্ষ কর্তন।

বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখায় প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে সেরুজ্জামান চৌধুরী বেনু নামে এক ব্যবসায়ীর মৎস্য খামারের ২ লক্ষাধিক টাকার মাছ লুট করেছে ও ফিসারী পারের ১০ লক্ষাধিক টাকার সহস্রাধিক গাছপালা কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বর্নি ইউনিয়নের সৎপুর গ্রামে সোমবার গভীর রাতে। সন্ত্রাসী এ ঘটনায় খামার মালিক মঙ্গলবার বিকেলে ৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, ব্যবসায়ী সেরুজ্জামান চৌধুরী বেনু বসতবাড়ির পাশে কয়েক বছর পূর্বে মাছের খামার করেন। ফিসারী পারে রোপণ করেন বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। প্রতিবেশি একটি পক্ষের সাথে দীর্ঘদিন থেকে তার পরিবারের বিরোধ চলছিল। সোমবার রাত দেড়টার দিকে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে তার মৎস্য খামারের মাছ লুট ও ফিসারী পাড়ের সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেছে। এতে তার ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সেরুজ্জামান চৌধুরী বেনু ঘটনাকারী ৭ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দেন। রাতের আঁধারে মাছ লুট ও গাছপালা কর্তনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, ওয়ার্ড মেম্বার আব্দুস ছামাদসহ গ্রামের মুরব্বিরা ঘটনাস্থল পরিদর্শন করে এর তীব্র নিন্দা জানান।