অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে জীবনধারা ও খাদ্যাভাস বদলাতে হবে – বিভাগীয় কমিশনার

19
সিলেটের ৪টি উপজেলার উচ্চ রক্তচাপের উপর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।

উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকতে হলে আমাদের কায়িক পরিশ্রম এবং দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। যাদের এখনও উচ্চ রক্তচাপ হয়নি তাদের প্রত্যেককে সচেতনতা সৃষ্টি করতে হবে। অর্থাৎ অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে জীবনধারা ও খাদ্যাভাস বদলাতে হবে।
গতকাল বুধবার সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এনসিডিসি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাইলট প্রকল্পের ৮ দিন ব্যাপি ব্যাচ ভিত্তিক ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে নিজের শরীরের প্রতি যত্ন রাখি। তাহলে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে পারব। মাঠ পর্যায়ে যারা ডাক্তার, নার্স এমনকি স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছেন তারা প্রতিষেধকের পাশাপাশি প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করতে হবে। বিভাগীয় কমিশনার বলেন উচ্চ রক্তচাপ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই কিন্তু সচেতনতার প্রয়োজন রয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর এর সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারী ও প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভিডিও ভার্চুয়ালে আসেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকল্পের ডাইরেক্টর প্রফেসর ডা. সুহেল রেজা চৌধুরী। ব্রিগেডিয়ার (অব.) এ মালিক অসংক্রমাক ব্যাধি নিয়ন্ত্রণ এনসিডিসি পাইলট প্রোগ্রাম যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং রিসলভ টু সেইভ লাইভস ইউএসএ এর সহায়তায় সিলেট জেলার ৪টি উপজেলা বিয়ানিবাজার, গোলাপগঞ্জ, বিশ^নাথ ও ফেঞ্চুগঞ্জে যে কার্যক্রম চলছে তার সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
সিলেট এর ৪টি উপজেলার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া এবং প্রজেক্ট অফিসার ডা. শামীম জুবায়ের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের মধ্যে গোলাপগঞ্জের ডা. মনিসর চৌধুরী, ফেঞ্চুগঞ্জের ডা. মোঃ কামরুজ্জামান, বিয়ানীবাজারের ডা. মোয়াজ্জেম আলী খাঁন চৌধুরী, বিশ^নাথের ডা. আব্দুর রহমান এবং মনিটরিং অফিসার এহসানুল আমিন ইমন ও মনিটরিং অফিসার ডাঃ মোঃ শাহিনুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর পরিচালক ও সিইও কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান। বিজ্ঞপ্তি