ষ্টাফ রিপোর্টার :
শাহজালাল উপশহরে আগুনের গুজবে ছড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসকে ফোন করে গত শনিবার রাত ১০টায় ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে একটি নাম্বার। ফোনে উপশহরের একটি ঠিকানা দিয়ে জানানো হয় আগুন লেগেছে। ফোন পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। অনেক খুঁজলেও আগুনের কোন দেখা নেই উপশহর এলাকায়। ফিরে যায় ফায়ার সার্ভিসের দলটি।
এ ব্যপারে ফায়ার সার্ভিস সিলেটের উপ পরিচালক মো. মজিবুর রহমান চৌধুরী জানান, যে নাম্বার থেকে কল করে ভুল তথ্য দিয়ে ফায়ারম্যানদের বিভ্রান্ত করা হয়েছে ওই নাম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে ফায়ার সার্ভিস। অবশ্যই এদের শাস্তি হওয়া জরুরী। যাতে এ ধরণের সুযোগ আর কেউ না পায় এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কেউ যেন ফাজলামো করতে না পারে।
এদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় সকলে এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।