ব্র্যাক এর উদ্যোগে উপশহরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

26

ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী মানসী এর উদ্যোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানী বিভাগের সহযোগিতায় গতকাল ১৫ ডিসেম্বর সোমবার সকালে উপশহরস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাপাসেন প্রধান নির্বাহী, মাহমুদ হাসান এম.বি.ই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মানসী কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ সোলায়মান সরকার। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে ৩০ নারী-পুরুষ রক্তদান করেন।
রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্র্যাক মানসী কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা আকতার, আঞ্চলিক ব্যবস্থাপক ডা. খাদিম আল দ্বীন, সিনিয়র মেডিকেল অফিসার বিভাষ চন্দ্র তরফদার সহ জেলা ব্র্যাক প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহমুদ হাসান এম.বি.ই বলেন, একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দানের বিকল্প নেই। প্রত্যেক মানুষের জন্য রক্ত দান শরীরের জন্য উপকারী। একজন সুস্থ সবল মানুষ তিন মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারেন। রক্ত প্রদানে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বরং শরীরের জন্য উপকারী। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি এ ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করায় ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী মানসীর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি