কোম্পানীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অংশীজন সভা

5

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ইউএনডিপি-বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আইনগত সহায়তা কার্যক্রম জোরদারকরণ এবং উপজলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ ও কমিটিসমূহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটিসহ ঐ উপজেলার সকল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের সমন্বয়ে আগামী ২৮/০৯/২১ খ্রিস্টাব্দ তারিখে এক অংশীজন আহবান করা হয়েছে।
উক্ত সভা কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে। সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম (সিনিয়র জেলা ও দায়রা জজ), সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান, মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, ইউএনডিপি-বাংলাদেশ এর প্রতিনিধি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মো: নিজাম উদ্দিন, সরকারি কৌঁসলি মো রাজ উদ্দীন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এটিএম ফয়েজ এবং সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান ও এড. মোঃ ফজলুল হক সেলিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ অংগ্রহণ করবেন।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (শামীম)। বিজ্ঞপ্তি