মুজিববর্ষে পানি সম্পদ মন্ত্রণালয় ১০ লক্ষ গাছের চারা রোপণ করবে – সচিব কবির বিন আনোয়ার

15
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী ১ কোটি বৃক্ষ চারা রোপণের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০ লক্ষ চারা রোপণ কর্মসূচি সুনামগঞ্জ জেলায় উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
প্রধানমন্ত্রীর মুজিববর্ষ উপলক্ষে সারা দেশ ব্যাপী ১ কোটি বৃক্ষ চারা রোপণ এর অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০ লক্ষ চারা রোপণ কর্মসূচি সুনামগঞ্জ জেলায় উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
মুজিববর্ষে জেলা প্রশাসন এর ১ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ২০ হাজার চারা রোপণ করবে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ঐতিহ্য যাদুঘর এর প্রাঙ্গণ, পাউবোর কার্যালয় প্রাঙ্গণ, তাহিরপুর উপজেলার বরদল ইউনিয়নে মাটিয়ান হাওরে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এ সময় তিনি বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে সারা দেশে এক বিলিয়ন গাছের চারা রোপণ করা হবে। মাস ব্যাপী এই কর্মসূচীর অংশ হিসেবে শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই দশ লক্ষ গাছের চারা রোপণ করা হবে। তারই অংশ হিসেবে গতকাল সকালে সিলেট শহরে সদ্য খনন কৃত একটি খালের দুই পাড়ে কিছু লাগিয়েছি, এখন সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে লাগিয়েছি। তাহিরপুর ও দিরাই উপজেলার বিভিন্ন স্থানে ও লাগিয়েছি। দেশের ৬৪জেলায় খাল খনন করে গাছ লাগানোর পরিকল্পনা সরকারের রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেট খুশিমোহন সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব হায়াতুননবী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।