স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।
মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, ‘শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ১১টি, হবিগঞ্জের ৬০টি ও সুনামগঞ্জের ১১৩ টিসহ মোট ২৫০ টি নমুনা সংগ্রহ করে ১৮৮টি কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি।’
এর আগে একইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৪ চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, মৌলভীবাজার জেলার ৩৯ জন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।