মাহাথির মোবারক
বছর ঘুরে আসলো ফিরে
ঋতুর রাণী বর্ষা
ঈষান কোণে মেঘ জমেছে
আকাশ হয় না ফর্সা।
মেঘ পরীরা হাসছে দেখো
ভাসছে আকাশ পাণে
একটুখানি সুযোগ পেলেই
নামবে ক্ষণে ক্ষণে।
বর্ষা এলে শাপলা শালুক
পায় যে স্বাধীনতা
গাছপালা সব পায় যে ফিরে
রঙিন সজিবতা।
পরবে পানি ঝুমঝুমিয়ে
ভরবে নদী-নালা
খোকা-খুকি পরবে গলায়
শাপলা ফুলের মালা।